Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, নওগাঁ’য় আপনাকে স্বাগতম।


কী সেবা কীভাবে পাবেন

নাগরিক সেবাঃ

1। অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

2। তথ্য অধিকার আইন’2009 অনুযায়ী চাহিত তথ্যাদি সরবরাহ।

 

প্রাতিষ্ঠানিক সেবাঃ

1। এ1 ও এ2 শ্রেণীর ঠিকাদার তালিকাভুক্তিকরন।

2। তালিকাভুক্ত ঠিকাদারগণের লাইসেন্স নবায়ন (এ1/এ2 শ্রেণী)

3। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেরসকারি কলেজসমূহের উন্নয়ন, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ, সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রজেক্ট, জেলা সদরে অবস্থিত 70টি পোষ্ট গ্রাজুয়েট কলেজসমূহের উন্নয়ন, সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ, রাজস্ব খাতের আওতায় সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য ভবন ও অবকাঠামো উন্নয়ন, অনুন্নয়ন বাজেটের রাজস্ব খাতের আওতায় সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার, নির্বাচিত বেসরকারি মাদ্রাসাসমূহের উন্নয়ন, অনুন্নয়ন বাজেটে রাজস্ব খাতের আওতায় সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ।

4। দরপত্র বিক্রয় (ই-জিপি- এর মাধ্যমে)

5। ঠিকাদারগণের বিল (নির্মাণ/সরবরাহ) পরিশোধ।

 

আভ্যন্তরীণ সেবাঃ

1। 2য় শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের পিআরএল ও পেনশন প্রদান।

2। জিপিএফ অগ্রিম মঞ্জুর।

3। ছুটি মঞ্জুরী (নৈমেত্তিক, অর্জিত)

4। বিলম্বিত কার্য সম্পাদনের জন্য বিল অবমুক্তকরণের ব্যবস্থা গ্রহণ।

 

 

সেবা কীভাবে পাবেনঃ

অত্র জোনের সেবা প্রদানকারী কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী সরাসরি/অনলাইন মাধ্যমে সেবা প্রদান করে থাকেন।